আমাদের দাবি - OUR DEMAND

### আমাদের দাবি সমুহঃ---

  • কক্সবাজারে লবন বোর্ড গঠন করার মাধ্যমে কক্সবাজারের চাষীদের ন্যায্য অধিকার প্রতিষ্টা করতে হবে
  • লবনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে ।
  • লবণ চাষীদের জন্য বিসিক কতৃক সরকারী সাহায্য (যেমনঃ ভালো উন্নতমানের লবণ উৎপাদনের ট্রেনিং এবং ঋন সহযোগীতা) নিশ্চিত করতে হবে
  • অসুস্হ ও ক্ষতিগ্রস্হ লবন চাষীদের সরকার কর্তৃক চিকিৎসা ও পূর্ণবাসন নিশ্চিত করতে হবে
  • বর্ষা মৌসূমে লবন চাষীদের জন্য ১০ টাকা/কেজি দামের চাল বরাদ্দ দিতে হবে।

উপরোক্ত বিষয়ে সংগঠনের কার্যালয়ে লবণ চাষীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জনাব এ্যাডভোকেট মোঃ শাহাব উদ্দিন। তিনি আরো বলেন, "আগামি মৌসুমে লবণ আমদানি বন্ধ করতে হবে। চাষীদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।" এছাড়াও সংগঠনের সদস্য সংগ্রহ চলছে। বিস্তারিত তথ্যের জন্য উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৮৮৮০৮০৮০০
ই-মেইলঃ info@lobonchashi.comlobonchashi@gmail.com
আমাদের ওয়েবসাইটঃ www.lobonchashi.com

About us