সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য

লবন চাষে স্বাবলম্বী হবো-দেশের লবনেই চাহিদা মেটাব' শ্লোগানকে সামনে গঠিত 'লবন চাষী কল্যাণ সমিতি'

প্রধান অফিসঃ মোহরাকাটাঁ হোয়ানক, মহেশখালী, কক্সবাজার।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য

(ক) লবন চাষীদের কল্যাণে কাজ করা
(খ) লবন চাষীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা
(গ) ভবিষ্যতের জন্য সঞ্চয়ের মনোভাব তৈরী করা
(ঘ) দূর্যোগের সময় সরকার এবং এনজিও কর্তৃক অনুদান সমুহ সঠিকভাবে পাওয়ার ব্যবস্হা করা
(ঙ) অসুস্হ লবন চাষীদের আর্থিক সহযোগীতা করা
(চ) বিসিক কর্তৃক প্রদানকৃত সাহায্য সমুহ সঠিকভাবে পাওয়ার ব্যবস্হা করা।

সংগঠনের দাবী সমুহঃ

  • কক্সবাজারে লবন বোর্ড গঠন করার মাধ্যমে কক্সবাজারের চাষীদের ন্যায্য অধিকার প্রতিষ্টা করতে হবে
  • লবনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে
  • লবন চাষীদের জন্য বিনিয়োগ ও সরকারী সহযোগীতা নিশ্চিত করতে হবে
  • অসুস্হ ও ক্ষতিগ্রস্হ লবন চাষীদের সরকার কর্তৃক চিকিৎসা ও পূর্ণবাসন নিশ্চিত করতে হবে
  • বর্ষা মৌসূমে লবন চাষীদের জন্য টি,এস,বি কর্তৃক ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে হবে।

উপরোল্লিখিত লক্ষ্য উদ্দেশ্য ও দাবী দাওয়া নিয়ে গঠিত হয়েছে। লবন চাষী সমিতিতে ভর্তি হতে ইচ্ছুকদের কে যোগাযোগ করার আহবান জানিয়েছেন-সমিতির সভাপতি এ্যাড. শাহাব উদ্দিন।

প্রধান অফিসঃ মোহরাকাটাঁ হোয়ানক, মহেশখালী, কক্সবাজার।
About us